২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় : আকাইদÑবিশ্বাস

-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ২টি বর্ণনামূলক প্রশ্নœ নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?
উত্তর : আখিরাত আরবি শব্দ। এর অর্থ পরের জগৎ। অর্থাৎ মৃত্যুর পরবর্তী জগৎকে আখিরাত বলে।
আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় : আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিম্নে দেয়া হলোÑ
১. কবরের সওয়াল জওয়াব।
২. কবরে আরাম ও আজাব, অর্থাৎ শান্তি অথবা শাস্তি।
৩. কিয়ামত (মহাপ্রলয়)। ৪. হাশর (বিচারের দিন)।
৫. মিজান (হিসাবের পাল্লা)।
৬. জান্নাত অথবা জাহান্নাম (বেহেশত অথবা দোজখ)।
আখিরাতের জীবন অনন্তকালের জীবন। এ জীবনের শেষ নেই। সুতরাং পৃথিবীর জীবনে যারা পুণ্যের কাজ করবে তাদের পরজগতের জীবন অনন্ত সুখের হবে। তাই পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র স্বরূপ।’
প্রশ্ন : একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য লিখ।
উত্তর : আল্লাহ পাক পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করেছেন। এ মানবজাতির মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মগত প্রভেদ। এসব ধর্মের মধ্যে ইসলাম হলো অন্যতম। যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই মুসলিম।
একজন মুসলিমের আচার আচরণ : একজন মুসলিমের আচার আচরণ কেমন হওয়া উচিত তা নিম্নে দেয়া হলোÑ
১. মুসলিমের আচার আচরণ হবে নম্র, ভদ্র ও মার্জিত।
২. সে সত্য কথা বলবে, সৎপথে চলবে।
৩. কাউকে কষ্ট দেবে না ও আঘাত করবে না।
৪. চুরি, ডাকাতি করবে না। সন্ত্রাস সৃষ্টি করবে না।
৫. নিরীহ মানুষের প্রতি জুলুম করবে না। প্রতারণা ও ফাসাদ সৃষ্টি করবে না।
৬. আমানতের খেয়ানত করবে না। গিবত ও পরনিন্দা করবে না।
৭. একমাত্র আল্লাহর ইবাদত করবে। নবীর আদর্শিত পথে চলবে।
৮. বিপদে-আপদে অন্যকে সাহায্য করবে। পিতা-মাতাকে সম্মান করবে।
৯. সর্বদা মানুষের কল্যাণ কামনা করবে।
১০. এক মুসলমান আরেক মুসলমানকে ভাইয়ের মতো দেখতে হবে।
আল্লাহ তায়ালার কাছে একমাত্র মনোনীত দ্বীন বা জীবন বিধান হলো ইসলাম। আর ইসলাম অনুসারীদের বলা হয় মুসলিম। মুসলিমের আচার আচরণ মার্জিত হওয়া উচিত।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রে শতাধিক টর্নেডোর আঘাত তাপদাহে শুকিয়ে মরছে সবজির চারা জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা

সকল